Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎ সঙ্কটে ঢাকা ইপিজেডে ৩০ শতাংশ কারখানায় উৎপাদন বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১৪:২৬ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৮:০৭

– ছবি : সংগৃহীত

ঢাকা: বিদ্যুৎ সঙ্কটের কারণে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এর প্রায় ৩০ শতাংশ কারখানার উৎপাদন বন্ধ রয়েছে। ছুটি ঘোষণা করেছে কয়েকটি কারখানা।

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা যায়, ডিইপিজেডে বিদ্যুৎ সরবরাহ করে থাকে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

গতকাল (সোমবার) তিতাস গ্যাস কর্তৃপক্ষ কর্তৃক ইউনাইটেড পাওয়ারের বিদ্যুৎ সরবরাহ প্রকল্পে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় কোম্পানিটি বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। ফলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়েছে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই সোমবার দুপুরের দিকে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় বলে ইউনাইটেড পাওয়ারের কর্তৃপক্ষরা দাবি করছেন।

তবে তিতাসের একটি সূত্র মতে, বিল বকেয়া থাকায় প্রতিষ্ঠানটিতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এটি সরকারের ঊর্ধ্বতন মহলের সিদ্ধান্ত।

এদিকে বিদ্যুৎ সরবরাহ না থাকায় সোমবার ডিইপিজেড’র প্রায় ৯০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এসব কারখানায় শ্রমিকের সংখ্যা প্রায় ১ লাখ।

ডিইপিজেড সূত্রে জানা যায়, সোমবার রাত থেকে বিকল্প উপায়ে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সহায়তায় চলছে ডিইপিজেডের কার্যক্রম। তখন মাত্র ৯ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ৯ টার পর থেকে সমিতি ২৫ থেকে ২৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পাওয়ার পর ধীরে ধীরে কারখানাগুলোতে উৎপাদন শুরু হয়। এখন পর্যন্ত প্রায় ৭০ ভাগ কারখানাগুলো সচল হয়েছে।

জানা যায়, ডিইপিজেডে বিদ্যুতের মোট চাহিদা ৪৫ মেগাওয়াট। এর বিপরীতে ২৫ থেকে ২৬ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করছে পল্লী বিদ্যুৎ সমিতি। শিগগিরই আরও ১০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে বলে আশা করছেন ডিইপিজেডের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএস

ইউনাইটেড পাওয়ার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ডিইপিজেড বিদ্যুৎ সঙ্কট