Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল গৃহবধূর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১৪:৪০

নরসিংদী: নরসিংদীতে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে সেলিনা বেগম (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।

মঙ্গলববার (২৯ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে নরসিংদী পৌর এলাকার বাসাইল রেলগেইটে পাশে চিনিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিনা বেগম নরসিংদী পৌর এলাকার বাসাইল মহল্লার বশির উদ্দিনের স্ত্রী ও চার সন্তানের মা।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে বাসা থেকে বের হয়ে রেললাইন ধরে হাঁটছিলেন সেলিনা বেগম। এ সময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ক্ষতবিক্ষত হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনেরা মরদেহ শনাক্ত করেন। পরে রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে ওমর ইয়াসিন জানান, তার মা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. জহিরুল ইসলাম বলেন, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন পরিবার। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/ইআ

গৃহবধূ ট্রেনে কাটা নরসিংদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর