Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাশ্মীর সীমান্তে ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক
২৯ এপ্রিল ২০২৫ ১৫:৪০ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৮:০৭

ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনায় এবার কাশ্মীরে লাইন অব কন্ট্রোল (এলওসি) বরাবর আকাশসীমা লঙ্ঘনকারী একটি ভারতীয় কোয়াডকপ্টার (মানববিহীন উড়ন্ত যান বা ড্রোন) ভূপাতিত করার দাবি করছে পাকিস্তান সেনাবাহিনী। মঙ্গলবার (২৯ এপ্রিল) পাকিস্তারের গণমাধ্যম ডন-এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কোয়াডকপ্টারটি সীমান্তের ওপার থেকে নজরদারি চালানোর চেষ্টা করছিল। তখনই পাকিস্তানি সেনারা দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে সেটিকে গুলি করে নামিয়ে আনে।

বিজ্ঞাপন

কোয়াডকপ্টার হচ্ছে একটি ধরনের মানববিহীন উড়ন্ত যান বা ড্রোন, যার চারটি ঘূর্ণায়মান প্রপেলারের সাহায্যে এটি আকাশে উড়ে এবং নিয়ন্ত্রণ করা যায়। সামরিক ক্ষেত্রে, কোয়াডকপ্টার প্রায়ই গোপন নজরদারি, সীমান্ত পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত হয়, যেমনটা পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে যে ভারতীয় কোয়াডকপ্টারটি করছিল।

গত ২২ এপ্রিল ভারত-অধিকৃত জম্মু-কাশ্মীরের পেহেলগাম এলাকায় পর্যটকদের ওপর এক প্রাণঘাতী হামলায় ২৬ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন পর্যটক। এটিকে অঞ্চলটিতে ২০০০ সালের পর অন্যতম ভয়াবহ হামলা।

এ হামলার পরদিনই, ২৩ এপ্রিল, ভারত একতরফাভাবে ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি (আইডব্লিউটি) স্থগিত করে, যা বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সই হয়েছিল এবং বহু যুদ্ধ-সংঘাতের মধ্যেও স্থায়ী ছিল।

পরদিন পাকিস্তানও কড়া জবাব দেয়। ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়ে জানায়, তারা ১৯৭২ সালের শিমলা চুক্তি স্থগিত করতে পারে এবং ভারতের জন্য আকাশসীমাও বন্ধ করে দিতে পারে।

বিজ্ঞাপন

ভারত পেহেলগামে হামলার পেছনে সীমান্তপারের সংযোগ থাকতে পারে বলে ইঙ্গিত দিলেও এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেনি। অন্যদিকে পাকিস্তান এসব অভিযোগ ‘ভিত্তিহীন’ দাবি করে স্পষ্টভাবে অস্বীকার করেছে।

সারাবাংলা/এইচআই

কাশ্মীর হামলা পাকিস্তান পেহেলগাম ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর