Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিশুদের জন্য ২০ শতাংশ বাজেট রাখা উচিত’

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১৫:৪৫

‘জনবান্ধব বাজেট ভাবনা’ অনুষ্ঠানে।

ঢাকা: আসন্ন ২০২৫-২৬ অর্থবছরে শিশুদের জন্য অন্তত ২০ শতাংশ অর্থ বরাদ্দ রাখার দাবি জানিয়েছেন বিশিষ্টজনেরা। সিরডাপ মিলনায়তনে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম পর্বে শিশু বিষয়ক বাজেটের আলোচনায় অংশ নেন বিশ্বজনেরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীতে সামাজিক সংগঠন নাগরিক বিকাশ ও কল্যাণ (নাবিক) আয়োজিত ‘জনবান্ধব বাজেট ভাবনা’ অনুষ্ঠানে এ দাবি উঠে এসেছে।

অনুষ্ঠানে ধারণাপত্র উপস্থাপন করেন সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের শিশুর প্রতি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা জাফর সাদিক। তিনি বলেন, ‘শিশুদের জন্য জন্য জাতীয় বাজেটের অন্তত ২০ শতাংশ রাখা উচিত। শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তার দিকে নজর দিতে হবে। পুরো বাজেটের মধ্যে শিশুদের জন্য বাজেটের অংশটুকু আলাদা উপস্থাপন করা উচিত যাতে শিশুদের কোন খাতে কতো বরাদ্দ রাখা হয়েছে সেটা স্পষ্ট বুঝা যায় এবং সেটি বাস্তবায়নে সঠিক তদারকি করা যায়।’

বিএনপির সাবেক সংসদ সদস্য ও শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘বাজেটে ফাঁকি-ঝুকির মধ্যে থাকি আমরা। প্রয়োজনীয় জায়গায় পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হয় না। শিশু ঠিক মতো বেড়ে উঠতে না পারলে দেশের উন্নতির পথে শিশুরা বড় হয়ে ভূমিকা রাখতে পারবে না। তাই এই বাজেট স্পষ্ট হওয়া উচিত।’

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. ওমর ফারুক বলেন, ‘আমি গবেষণায় দেখেছি ৯২ শতাংশ স্কুলগামী শিশু পর্নোগ্রাফিতে আসক্ত। সকল বাজেটে শিশুবান্ধব পরিবেশ দরকার। ঢাকায় ২০টি সরকারিসহ সব মিলিয়ে প্রায় ১০০টি দিবাযত্ন কেন্দ্র আছে, যা যথেষ্ট নয়।’

শিশু সংগঠক আবিদ আজম বলেন, ‘বাজেটের রিভিউ এবং ব্যয় নিয়ে জবাবদিহিতার ব্যবস্থা থাকা জরুরি। চলমান আমলাতান্ত্রিক জটিলতার কারণে শিশুরা ভিকটিম হয়ে আসছে। শিশুশ্রমকে শূন্যের কোঠায় নিয়ে আসা প্রয়োজন।’

বিজ্ঞাপন

শিশুবান্ধব বাজেট সেশনে সভাপতিত্ব করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন, এবি পার্টির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, বাংলাদেশ ডায়ালগের পরিচালক আসলাম বেগ সায়েম, টুইম্বলের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা শামীম আশরাফ ও কিডস টাইমের কো-ফাউন্ডার তাহমিনা রহমান সাথী।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

নাগরিক বিকাশ ও কল্যাণ (নাবিক) শিশু বাজেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর