Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতির মামলায় পুতুলের ফ্ল্যাট জব্দ, দেখভালে রিসিভার নিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১৫:৪৯ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৮:০৬

সায়মা ওয়াজেদ পুতুল।

ঢাকা: দুর্নীতির মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের গুলশানে থাকা একটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ বিচারক মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে ফ্ল্যাটটি দেখভালের রিসিভার নিয়োগের অনুমতি দেন তিনি।

এদিন ফ্ল্যাট ক্রোক ও রিসিভার নিয়োগের আদেশ চেয়ে আবেদন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মনিরুল ইসলাম।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্ত সায়মা ওয়াজেদের স্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাতের চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির আগে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হলে অনুসন্ধানে ক্ষতির সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় অভিযোগটির সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত তার সম্পদ জব্দ ও রিসিভার নিয়োগের আদেশ হওয়া আবশ্যক।

সারাবাংলা/আরএম/এসডব্লিউ

আওয়ামী লীগ দুর্নীতির মামলা পুতুলের ফ্ল্যাট জব্দ সায়মা ওয়াজেদ পুতুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর