তারেক রহমানের খালাতো ভাই কারাগারে
২৯ এপ্রিল ২০২৫ ১৬:০৮ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৮:০৬
নীলফামারী: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই নীলফামারী ১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে অবৈধ সম্পদ অর্জন ও কর ফাঁকির মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে কর ফাঁকির মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক কবির উদ্দিন প্রামাণিকের আদালতে তুহিন আত্মসমর্পণ করলে শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করে দেন। পরে অবৈধ সম্পদ অর্জনের মামলায় ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায়ের আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠান।
ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি।
আসামিপক্ষের আইনজীবীরা আদালতে জানান, তুহিন হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন। তার চিকিৎসার প্রয়োজন রয়েছে এবং কারাবিধি অনুযায়ী ডিভিশন দেওয়ার আবেদনও করা হয়। আদালত কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা ও ডিভিশনের নির্দেশ দেন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে কারাগারে নেওয়া হয় বলে জানান তার আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন।
দুদকের দায়ের করা মামলার তথ্য অনুযায়ী, ২০০৭ সালে গুলশান থানায় কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তুহিনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। কর ফাঁকির মামলায় ২০০৮ সালে আদালত তাকে তিন ও পাঁচ বছর করে মোট আট বছরের সশ্রম কারাদণ্ড দেন। তবে সাজা একত্রে কার্যকর হওয়ায় সর্বোচ্চ পাঁচ বছর সাজা ভোগ করতে হবে।
অপরদিকে, অবৈধ সম্পদের মামলায় ২০০৮ সালেই তুহিনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। দীর্ঘ ১৭ বছর পর তিনি আদালতে আত্মসমর্পণ করেন।
এদিকে বিকেলে নীলফামারীর ডোমারে জামিন আবেদন আদালতে নামঞ্জুর হওয়ায় তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ডোমার পৌর বিএনপি।
সারাবাংলা/এইচআই
আত্মসমর্পণ ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন জানিম নামঞ্জুর তারেক রহমান