নিখোঁজের দুইদিন পর মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার, আটক ১
২৯ এপ্রিল ২০২৫ ১৭:০৬ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৮:০৬
ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে নিখোঁজের দুইদিন পর মাদরাসা শিক্ষক শেখ আল আজাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রাসেল মোল্লা নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার জাহাপুর ইউনিয়নের কাঠুরাকান্দি গ্রামের ভুট্টাখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার (২৭ এপ্রিল) দুপুর থেকে নিখোঁজ ছিলেন ওই শিক্ষক।
নিহত মাদরাসা শিক্ষক শেখ আল আজাদ মধুখালী উপজেলার চরবামনদী ইয়াছিন দাখিল মাদরাসার সহকারী শিক্ষক ছিলেন। তিনি উপজেলা কৃষক দলের সদস্য সচিব তানভির আহমেদ শিমুলের বাবা।
আটক যুবক রাসেল মোল্লা চরবামনদী গ্রামের বাসিন্দা।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নুরুজ্জামান জানান, মাদরাসা শিক্ষক নিখোঁজের ঘটনা তদন্ত করে সন্দেহাতিভাবে রাসেল মোল্লা নামের যুবককে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জড়িত থাকার বিষয়ে স্বীকার করেন ও মরদেহ গুমের তথ্য দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
হত্যার কারণ এখনও নিশ্চিত না হলেও নিহতের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পারিবারিক দ্বন্দ্ব থেকে এমন হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
সারাবাংলা/এসআর