Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজের প্রথম ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১৬:৫৭ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৮:০৬

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান।

ঢাকা: বাংলাদেশ থেকে এই বছরের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) ৪১৪ জন যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান।

তথ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়, সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির ও বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি সিভিল অ্যাভিয়েশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মাজেন জাওয়াহার ,হজ্জ ও ওমরাহ মন্ত্রণালয়ের পরিচালক সালমান আল বেলাবী ও অন্যান্য কর্মকর্তারা স্বাগত জানান।

বাংলাদেশের রাষ্ট্রদূত আগত হজযাত্রীদের যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশন হজযাত্রীদের পাশে রয়েছে বলে আশ্বাস প্রদান করেন। এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন পবিত্র হজ পালন করবেন।

সারাবাংলা/জেআর/এমপি

যাত্রী সৌদি আরব হজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর