সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতারের দাবি
২৯ এপ্রিল ২০২৫ ১৭:২৪
বান্দরবান: সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেফতার ও বিচারের দাবিতে বান্দরবানে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বান্দরবান শাখা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে একটি বিক্ষোভ মিছিল বান্দরবান সদরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনের সামনে জড়ো হয় এবং আইনজীবীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
বক্তারা বলেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক দেশে বিচারের নামে অসংখ্য মানুষকে কষ্ট দিয়েছে। স্বৈরাচারি ফ্যাসিষ্ট সরকারের মদতে তিনি বিভিন্নভাবে আইন বিভাগে অনিয়ম করে গেছে। তার কারণে অনেকের জীবন নিঃস্ব হয়ে গেছে।
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক বিচারের দাবি জানান তারা।
অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে ও অ্যাডভোকেট আবু হেনা মোস্তফা কামাল রুমোর সঞ্চালনায় বক্তব্য দেন অ্যাডভোকেট উম্যাসিং মার্মা, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট আমিন উল্লাহ বিপ্লব, অ্যাডভোকেট জয়নাল আবেদীন ভুইয়া, অ্যাডভোকেট মো. ইসমাইল, অ্যাডভোকেট রোশনী বিনতে জহুর, অ্যাডভোকেট মেনুসাং মার্মা, অ্যাডভোকেট রাজীব চন্দ্র ধর, অ্যাডভোকেট আনোয়ার হোসেন, অ্যাডভোকেট শোয়াইবুল ইসলাম, অ্যাডভোকেট মো. ইব্রাহিম, অ্যাডভোকেট আলী জহুরসহ আইনজীবীরা।
সারাবাংলা/এইচআই