উত্তরায় ঢাবির বাসে হামলা, ৬ শিক্ষার্থী আহত
২৯ এপ্রিল ২০২৫ ১৭:৫৭ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ১৯:১৯
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টঙ্গী-গাজীপুর রুটের পরিবহন ক্ষণিকা বাসে হামলা করা হয়েছে। এতে অন্তত ছয় শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সোয়া একটার দিকে গাজীপুর যাওয়ার পথে উত্তরার আজমপুরে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, আমরা নিয়মিতই এই রুটে আসা যাওয়া করি । আজও সব সময়ের মতই যাচ্ছিলাম। হঠাৎ কয়েকজন এসে বাসে হামলা চালায়।
ক্ষণিকা বাসের যাত্রী ঢাবি শিক্ষার্থী শারমিন শিলা জানান, গত রোববার (২৭ এপ্রিল) দুপুরে উত্তরা বিএনএস সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় একজন এসএসসি পরীক্ষার্থী বিআরটিসি ট্রাকের ধাক্কায় নিহত হয়। ওই ঘটনায় আশপাশের এলাকার স্কুল শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে। এসময় ক্ষণিকা বাসেও হামলা চালায়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন, ‘হামলা বিশ্ববিদ্যালয় বাস টার্গেট করে করা হয়নি। তারা সব বাসেই হামলা করে। এসময় বিশ্ববিদ্যালয়ের বাসটিতেও হামলা করে। এতে আমাদের ৫-৬ জন শিক্ষার্থী আহত হয়। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীরা জিডি করতে থানায় যাচ্ছে বলে জানতে পেরেছি।’
সারাবাংলা/কেকেকে/এসআর