Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পারভেজ হত্যা: কারাগারে মেহেরাজ-হৃদয়

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১৭:৫৭ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২০:২১

পারভেজ হত্যায় গ্রেফতার দুই আসামি কারাগারে।

ঢাকা: রাজধানীর বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামসহ দুজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন। অপর আসামির নাম হৃদয় মিয়াজী।

এদিন দুজনকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পরিদর্শক একেএম মাইন উদ্দিন। এ সময় মেহেরাজের আইনজীবী জামিন চান। তবে হৃদয় মিয়াজীর পক্ষে কেউ জামিন আবেদন করেননি। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

গত ২৩ এপ্রিল দুপুরে গাইবান্ধা থেকে মেহেরাজকে গ্রেফতার করা হয়। পরে ২৫ এপ্রিল তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে, ২১ এপ্রিল রাতে হৃদয়কে কুমিল্লার তিতাস উপজেলার মনাইরকান্দি গ্রাম থেকে গ্রেফতার করে র‌্যাব। ২৩ এপ্রিল তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করা হয়। এ হত্যা মামলায় এখন পর্যন্ত দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন দুই আসামি।

উল্লেখ্য ১৯ এপ্রিল বিকেলে ক্যাম্পাসের সামনে বন্ধুদের নিয়ে শিঙ্গাড়া খাচ্ছিলেন পারভেজ। এ সময় একই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তিন/চারজন শিক্ষার্থীর সঙ্গে আসেন ইউনিভার্সিটি অব স্কলার্স’র দুই ছাত্রী। ছাত্রীদের দেখে পারভেজরা হাসাহাসি করছিলেন বলে অভিযোগ তোলেন ইংরেজি বিভাগের ওই শিক্ষার্থীরা।

এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টি জানতে পেরে মীমাংসা করে দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তবে ঘটনার কয়েক ঘণ্টা পরই ওই শিক্ষার্থীদের ছুরিকাঘাতে পারভেজ নিহত হন। এ ঘটনায় রোববার বনানী থানায় আটজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এমপি

আদালত কারাগার পারভেজ হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর