নরসিংদী: নরসিংদীর শিবপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে নরসিংদী সদর উপজেলার ভেলানগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শেখ কামাল হোসেন শিবপুর উপজেলার মাছিমপুর ইউনিয়নের ধানুয়া গ্রামের মৃত শেখ মফিজ উদ্দিনের ছেলে। এ ছাড়া তিনি নিষিদ্ধ সংগঠন শিবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।
শিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসাইন জানান, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন শেখ কামাল হোসেন। গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে সন্ত্রাস দমন আইনের একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর হয়েছে ।