ব্রহ্মপুত্র নদে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
২৯ এপ্রিল ২০২৫ ১৮:৩৪
কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারীর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ লিটন মিয়ার (২৯) মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল চর এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের দুই ঘণ্টা আগে নদে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হয় লিটন মিয়া।
নিহত লিটন মিয়া উপজেলার রমনা মডেল ইউনিয়নের রমনা ব্যাপারী এলাকার সুন্দর আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, লিটন মিয়া সকল ১১টার দিকে মাছ ধরার সময় নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়। পরে স্থানীয়দের দুই ঘণ্টার চেষ্টায় তার মরদেহ উদ্ধার করা হয়।
রমনা মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রোকনুজ্জামান স্বপন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
চিলমারী নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ কবীর বলেন, ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে একজন যুবক নদে পড়ে নিখোঁজ হয়। পরে অন্যান্য জেলে ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।
সারাবাংলা/এসআর