পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে চলছে ‘শাটডাউন’ কর্মসূচি
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১৮:৪৯
২৯ এপ্রিল ২০২৫ ১৮:৪৯
পটুয়াখালী: ছয় দফা দাবি আদায়ে পটুয়াখালীতে শাটডাউন কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের গেটে তালা ঝুলিয়ে এ কর্মসূচি পালন করেন তারা। এতে প্রতিষ্ঠানের প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্থবির হয়ে পড়ে পাঠদান কার্যক্রম। পরে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে শিক্ষার্থীরা তাদের ৬ দফা দাবি মেনে না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দেন।
সারাবাংলা/এইচআই