Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলএনজি কার্গো আমদানি ও মাতারবাড়ি থেকে বিদ্যুৎ ক্রয়সহ ১৩ প্রস্তাব অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১৯:২০ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২০:২০

ঢাকা: স্পট মার্কেটের মাধ্যমে সিঙ্গাপুরের তিনটি প্রতিষ্ঠান থেকে তিন কার্গো এলএনজি আমদানি এবং মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়সহ ১৩টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বৈঠক শেষে জানানো হয়, বৈঠকে স্পট মার্কেট থেকে তিনটি এলএনজি কার্গো (চলতি পঞ্জিকা বছরের ২০, ২২ ও ২৪তম) আমদানির তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সিঙ্গাপুর ভিত্তিক তিনটি প্রতিষ্ঠান কার্গো তিনটি সরবরাহ করবে। এর মধ্যে ‘আরামকো ট্রেডিং সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে ২০তম কার্গোটি আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ৫৩৪ কোটি ৭৬ লাখ ১১ হাজার টাকা; ‘মেসার্স গানভর সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ থেকে ২২তম কার্গোটি আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ৫৪০ কোটি ৫১ লাখ ৬৪ হাজার টাকা এবং ‘মেসার্স ভিটল এশিয়া পিটিই লিমিটেড’ থেকে ২৪তম কার্গোটি আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ৫৪৪ কোটি ৭৭ লাখ ৫৩ হাজার টাকা।

অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় সৌদি আরব ও রাশিয়া থেকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর জন্য দুই ক্যাটাগরির মোট ৭০ হাজার মেট্রিক টন সার আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতি মেট্রিক টন ৬৮৪ ডলার দরে সৌদি আরবের মা’এডেন থেকে ৫ম লটের আওতায় ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানিতে বাংলাশি মুদ্রায় ব্যয় হবে ৩৩৩ কোটি ৭৯ লাখ ২০ হাজার টাকা এবং প্রতি মেট্রিক টন ৩২৩ ডলার দরে রাশিয়ার ‘জেএসসি ফরেন ইকনোমিক করপোরেশন (প্রুডিনটর্গ) থেকে ১০ম লটের আওতায় ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানিতে বাংলাশি মুদ্রায় ব্যয় হবে ১১৮ কোটি ২১ লাখ ৮০ হাজার টাকা।

বিজ্ঞাপন

বৈঠকে ‘বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) কর্তৃক বাস্তবায়নাধীন ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন প্রকল্প’ এর ‘সিকিউরিটি অ্যান্ড সাপোর্ট এমেনিটিজ (সী সাইড)’ কাজের একটি প্যাজেক কাজ সম্পাদানে ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সর্বনিম্ন দরদাতা হিসেবে এ কাজটি পেয়েছে দেশিয় প্রতিষ্ঠান ‘ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড’। এতে ব্যয় হবে ৭৫ কোটি ৫৭ লাখ টাকা এবং ৩১ লাখ ২৬ হাজার ৯৭৫ ডলার।

বৈঠকে আইডিএ’র অনুদানে বাস্তবায়নাধীন ‘ইনক্লুসিভ সার্ভিস অ্যান্ড অপরচুনিটিজ ফর হোস্ট কমিউনিটিজ অ্যান্ড এফডিএমএন’ প্রকল্পের আওতায় কক্সবাজার ও নোয়াখালীতে ইন্টিগ্রেটেড সেক্সুয়াল অ্যান্ড জেন্ডার-বেজড হেলথ সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটিজ ফর এফডিএমএন কমিউনিটিজ’ শীর্ষক প্যাকেজ সম্পাদনে ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি করবে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর ঢাকা কার্যালয়। এতে ব্যয় হবে ১৬২ কোটি ১০ লাখ ১৪ হাজার টাকা।

বৈঠকে ঢাকার কেরাণীগঞ্জে ‘ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়’ এর সকল সুযোগ-সুবিধা সম্বলিত একটি আধুনিক ১০ তলা ভবন নির্মাণে ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সর্বনিম্ন দরদাতা হিসেবে এ কাজটি পেয়েছে ‘পদ্মা এসোসিয়েটস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড’। এতে ব্যয় হবে ১৬১ কোটি ৯০ লাখ ১২ হাজার টাকা।

বৈঠকে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) কর্তৃক বাস্তবায়নাধীন ‘মাতারবাড়ি ২x৬০০ মেগাওয়াট আলট্রাসুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের লক্ষ্যে সিপিজিসিবিএল এর সঙ্গে সম্পাদিতব্য পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট চুক্তি অনুমোদন দেয়া হয়েছে। চুক্তিতে ট্যারিফ কাঠামো ও লিভালাইজড ট্যারিফ অনুমোদন দেয়া হয়েছে। ৩০ বছর মেয়াদে এ চুক্তি সম্পাদন করা হবে। এতে বিদ্যুতের মূল্য ৮৫ শতাংশ প্ল্যান্ট ফ্যাক্টর বিচেনায় বছরে ৭ হাজার ২৩৩ কোটি ৪৮ লাখ টাকা এবং ৩০ বছরে ২ লাখ ১৭ হাজার ৪ কোটি ৪০ লাখ টাকা ব্যয় হবে। লিভালাইজড ট্যারিফ চার্জ প্রতি কিলোওয়াট/ঘন্টা ৮.৪৫ টাকা, জ্বালানি প্রতি কিলোওয়াট/ঘন্টা ৫.৮৪ টাকা এবং ক্যাপাসিটি প্রতি কিলোওয়াট/ঘন্টা ২.৬০ টাকা।

বিজ্ঞাপন

বৈঠকে ‘ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার’ প্রকল্পের আওতায় ঘোড়াশাল রেল স্টেশনের নিকটে টেক অব পয়েন্ট থেকে পলাশ ইউরিয়া সার কারখানার অভ্যন্তর পর্যন্ত নতুন ডুয়েল গেজ সাইডিং লাইন নির্মাণ (আউট সাইড অব দ্য ব্যাটারি লিমিট) নির্মাণে ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। যৌথভাবে এ কাজটি করবে ‘ক্যাসল কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও বিডিই লিমিটেড’। এতে ব্যয় হবে ১৪০ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার টাকা।

এছাড়া বৈঠকে তিনটি প্রকল্পের পূর্তকাজের তিনটি পৃথক ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সারাবাংলা/আরএস

এলএনজি ও সার আমদানি ক্রয় কমিটি মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর