Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আদালতে পুলিশ হেফাজত থেকে পালাল ২ আসামি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ১৯:২৪ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২৩:১৩

চট্টগ্রাম আদালত ভবন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম আদালতে পুলিশ হেফাজত থেকে দুই আসামি পালিয়ে গেছে। এদের মধ্যে একজন হত্যা ও আরেকজন মাদক আইনের মামলার আসামি।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম আদালত ভবনের নিচতলায় জেলা হাজতখানার সামনে থেকে তারা পালিয়ে যায়। চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুই আসামি হলেন- ইকবাল হোসেন ও আনোয়ার হোসেন। এদের মধ্যে ইকবাল লোহাগাড়া থানার একটি হত্যা মামলার আসামি। আনোয়ার সীতাকুণ্ড থানার একটি মাদক মামলার আসামি।

জানা গেছে, মামলায় হাজিরার নির্ধারিত দিনে মঙ্গলবার সকালে তাদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছিল। হাজিরা শেষে তাদের জেলা আদালতের হাজতখানায় রাখা হয়েছিল। সেখান থেকে কারাগারে ফেরত নেওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলার সময় সুযোগ বুঝে দুই আসামি পালিয়ে যান। এ ঘটনার পর পালিয়ে যাওয়া আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

সারাবাংলা/আরডি/পিটিএম

আসামি পালাল