Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আইএমএফ’র শর্ত মানলে পরিস্থিতি হতে পারে শ্রীলঙ্কার মতো’

সিনিয়র করেসপন্ডেন্ট 
২৯ এপ্রিল ২০২৫ ১৯:৫৭ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২৩:১৩

অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ – (ফাইল ছবি: সংগৃহীত)

ঢাকা: ‘বাংলাদেশ এখন আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়’ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

একই সঙ্গে আইএমএফের সব শর্ত মেনে আমরা ঋণ নিতে চাই না- জানিয়ে তিনি বলেন, ‘আইএমএফ ঋণের সব শর্ত মানলে পরিস্থিতি শ্রীলঙ্কার মতো হতে পারে।’

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গক্রমে অর্থ উপদেষ্টা আরও বলেন, ‘আইএমএফ’র কাছ থেকে ঋণের বাদবাকি কিস্তির অর্থ দ্রুত ছাড় না পেলেও বর্তমান অন্তর্বর্তী সরকার তা পেতে মরিয়া নয়।’

‘আইএমএফ এর সব শর্ত এখনই পূরণ করা সম্ভব নয়’- উল্লেখ করে তিনি বলেন, ‘বিশেষ করে বাজারভিত্তিক বিনিময় হার চালু করা এখনই সম্ভব না। যদি সেটি করা হয়, তবে ডলারের বিনিময় হার ১৬০–২০০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। তখন পরিস্থিতি শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো হতে পারে।’

উল্লেখ্য, আইএমএফের ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির মধ্যে ২.৩১ বিলিয়ন ডলার ইতোমধ্যে ছাড় হয়েছে। বাকি ২.৩৯ বিলিয়ন ডলার এখনও পাওনা রয়েছে। এ ঋণের বিপরীতে বাংলাদেশের জন্য নানান কাঠামোগত ও নীতিগত সংস্কারের শর্ত নির্ধারণ করেছে, যার মধ্যে আছে বিনিময় হার উদারীকরণ, ভ্যাট ও কর ব্যবস্থার সংস্কার এবং ব্যাংকখাতে শৃঙ্খলা আনয়নের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সারাবাংলা/আরএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর