Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই-আগস্টে ড্রোন উড়িয়ে নজরদারি করতেন সাবেক এডিসি ইশতিয়াক

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ২০:১৩ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২৩:১২

সাবেক এডিসি ইশতিয়াক কারাগারে।

ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে ছাত্র-জনতার অবস্থান জেনে র‍্যাব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ আওয়ামী লীগ ক্যাডারদের কাছে তথ্য সরবরাহ করতেন সিটিটিসির সাবেক এডিসি ইশতিয়াক আহমেদ। এই অভিযোগে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিষয়টি নিশ্চিত করেন প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান।

বিজ্ঞাপন

তিনি জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ড্রোন উড়িয়ে আন্দোলনকারীদের অবস্থান নির্ণয় করে তথ্য সরবরাহ করতেন এডিসি ইশতিয়াক। এমন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পরে ট্রাইব্যুনালে আজ হাজির করলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। তার বিরুদ্ধে ছাত্র-জনতাকে হত্যা ও নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগ থাকায় গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

গত ২৭ এপ্রিল ইশতিয়াককে রাঙামাটি থেকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত দল ও পুলিশ। তৎকালীন সিটিটিসি প্রধানের নির্দেশে জুলাই গণঅভ্যুত্থানের সময় গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় ড্রোন ব্যবহার করে নজরদারি ও ভিডিও ধারণ করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি। পরবর্তীতে সেসব ভিডিও মুছে ফেলার নির্দেশ এলেও তিনি পালন করেন।

এর আগে, সাবেক এডিসি ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে তাকে গ্রেফতারের নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।

সারাবাংলা/আরএম/এমপি

জুলাই-আগস্ট আন্দোলন সাবেক এডিসি ইশতিয়াক