Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিটিআরসির লাইসেন্স পেল স্টারলিংক

সিনিয়র করেসপন্ডেন্ট 
২৯ এপ্রিল ২০২৫ ২০:২৮

বিটিআরসির লাইসেন্স হস্তান্তর

ঢাকা: স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংকের কাছে লাইসেন্স হস্তান্তর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে স্টারলিংকের কর্মকর্তাদের হাতে ‘ননজিওস্টেশনারি স্যাটেলাইট অরবিট অপারেটর লাইসেন্স’ ও ‘রেডিও কমিউনিকেশন অ্যাপারেটার্স লাইসেন্স’ নামের দুটি লাইসেন্স তুলে দেওয়া হয়।

এর আগে, মার্কিন এনজিএসও সেবাদাতা স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ এপ্রিল) তিনি এই লাইসেন্স অনুমোদন করেন বলে এক বার্তায় জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বিটিআরসি জানিয়েছে, সরকারের অনুমোদনের পর বিটিআরসি হতে প্রতিষ্ঠানটির অনুকূলে লাইসেন্স দুটি হস্তান্তর করা হয়েছে। প্রথম লাইসেন্সটি হস্তান্তর করা হয় বিটিআরসি’র লাইসেন্সিং বিভাগ হতে; যার মাধ্যমে স্টারলিংক বাংলাদেশে তাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং দ্বিতীয় লাইসেন্সটি হস্তান্তর করা হয় বিটিআরসি’র স্পেকট্রাম বিভাগ হতে; যার আওতায় ইন্টারনেট সেবা দেওয়ার জন্য অনুমোদিত তরঙ্গ ব্যবহার করাসহ বেতার যন্ত্র ও আনুষঙ্গিক যন্ত্রাংশ আমদানি ও ব্যবহার করতে পারবে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানিয়েছে, প্রথম লাইসেন্সটি লাইসেন্সিং বিভাগের পরিচালক লে. কর্ণেল সৈয়দ মো. তৌফিকুল ইসলাম স্টারলিংক গ্লোবাল লাইসেন্সিং অ্যান্ড মার্কেট অ্যাভিয়েশন এর পরিচালক রেবেকা স্লিক হান্টার এর কাছে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের মহাপরিচালক আশীষ কুমার কুন্ডু এবং উপপরিচালক নাহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

দ্বিতীয় লাইসেন্সটি রেবেকা স্লিক হান্টার এর কাছে তুলে দেন স্পেকট্রাম বিভাগের পরিচালক ড. মো. সোহেল রানা। এ সময় স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুল হক ও সিনিয়র সহকারী পরিচালক মুহাম্মদ জাকারিয়া ভূঁইয়া উপস্থিত ছিলেন।

আগামী ১০ বছরের মেয়াদে বিটিআরসি হতে স্টারলিংক সার্ভিসেস বাংলাদেশ লিমিটেডের অনুকূলে এই লাইসেন্স দেওয়া হয়েছে।

সারাবাংলা/ইএইচটি/এইচআই

বিটিআরসি লাইসেন্স স্টারলিংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর