আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর জামিন স্থগিত
২৯ এপ্রিল ২০২৫ ২০:২৪ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২৩:১২
ঢাকা: জুলাই-আগস্ট আন্দোলনে ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের ওপর হামলাসহ হত্যাচেষ্টার মামলায় আওয়ামীপন্থি সেই ৬১ আইনজীবীর জামিন স্থগিত করেছেন আদালত। একই সঙ্গে আগামী ৫ মে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে মামলার শুনানির দিন ধার্য করা হয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করে এ আদেশ দেন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক। এর আগে, এ মামলায় গত ২২ এপ্রিল বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি কাজী এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই ৬১ জনের জামিন মঞ্জুর করেন। পরে জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৪ আগস্ট ঢাকা আইনজীবী সমিতির সামনে থেকে লাঠিসোঁটা নিয়ে আতঙ্ক সৃষ্টি করেন আসামিরা। পরে ভিন্নমতের আইনজীবীদের এলোপাতাড়ি মারধর করেন। একই সঙ্গে বিএনপিপন্থি আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও মালামাল লুটে নেন। এছাড়া আইনজীবীদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় চলতি বছরের ৬ ফেব্রুয়ারি আওয়ামী ঘরানার ১৪৪ আইনজীবীর বিরুদ্ধে মামলা করেন ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু।
সারাবাংলা/আরএম/এসআর