Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবালয়ে স্টিকারবিহীন গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ২০:৪৭ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২৩:১২

বাংলাদেশ সচিবালয়

ঢাকা: স্টিকারবিহীন কোনো ধরনের যানবাহন সচিবালয়ে প্রবেশ করতে পারবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে সকল মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিবদের বরাবরে চিঠি পাঠানো হয়েছে। একইসঙ্গে  যেসব গাড়ির স্টিকারের মেয়াদ শেষ হয়েছে সেগুলোর প্রবেশ বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য আগে ইস্যু করা গাড়ির স্টিকার যার মেয়াদ এরইমধ্যে শেষ হয়েছে এবং স্টিকারবিহীন সব প্রকার যানবাহন সচিবালয়ে প্রবেশ সম্পূর্ণরূপে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

যেসব গাড়ির স্টিকারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে তা পরিবর্তন করে বর্তমানে ইস্যু হওয়া (গোলাকার) স্টিকার নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলে উল্লেখ করা হয় চিঠিতে।

সারাবাংলা/জেআর/এইচআই

বাংলাদেশ সচিবালয় সচিবালয় স্টিকারবিহীন গাড়ি