Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ বোন দগ্ধ, বড় বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ২০:৫৩

নীলফামারী: নীলফামারী সদর উপজেলার হাজীপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মোছা. সুইটি আক্তার (২৩) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন তার ছোট বোন মোছা. তাসফিয়া আক্তার (২০)।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুইটি আক্তারের মৃত্যু হয়। এর আগে সকাল ৬টার দিকে বিস্ফোরণ ঘটে।

নিহত সুইটি ডোমার উপজেলার হরিণচড়া গ্রামের মো. বাবুল হোসেনের মেয়ে। তারা দুই বোন উত্তরা ইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতেন। নীলফামারী সদর উপজেলার হাজী পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তারা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সকালে সকালে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে দুই বোন দগ্ধ হন। বিস্ফোরণের বিকট শব্দে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। আগুন নিয়ন্ত্রণে আনতে উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দেন। দগ্ধ দুই বোনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

অপরদিকে, নীলফামারী ইপিজেডে আরেকটি ঘটনায় আরও দুইজন দগ্ধ হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে নীলফামারীর ইপিজেডের ভেতরে সনি বিডি লিমিটেডের ভেতরে মেশিনে বিষ্ফোরণে হয়ে কর্মচারী লিটন চন্দ্র রায় ও রবিউল ইসলাম দগ্ধ হন। তাদেরকেও বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান ডা. শাহীন শাহ বলেন, দগ্ধ সুইটি মারা গেছেন। তার শরীরে ১০০ ভাগ দগ্ধ হয়েছিল। তার ছোট বোন তাসফিয়াও শতভাগ দগ্ধ হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। এছাড়াও পৃথক ঘটনায় দগ্ধ লিটন ও রবিউলের ৩০ ভাগ দগ্ধ হয়েছে। আমরা সাধ্যমতো চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করছি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

২ বোন দগ্ধ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বড় বোনের মৃত্যু