Friday 24 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীপ্ত টিভির সংবাদ সম্প্রচার সরকার বন্ধ করেনি: তথ্য উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ২০:৫২ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২৩:১২

ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভির সংবাদ সম্প্রচার সরকার বন্ধ করেনি। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, সরকার দীপ্ত টেলিভিশনের কার্যক্রম বন্ধ করেনি। এটি দীপ্ত টেলিভিশন কর্তৃপক্ষের অভ্যন্তরীণ সিদ্ধান্ত।

উল্লেখ্য, সোমবার (২৮ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীকে জুলাই অভ্যুত্থান সম্পর্কে করা প্রশ্নের কারনে বেসরকারি টেলিভিশন দীপ্ত টেলিভিশনের এক সিনিয়র রিপোর্টারসহ আরও দুই বেসরকারি টেলিভিশনের দুজন সংবাদকর্মী চাকুরিচ্যুত হয়েছেন বলে বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়ে। এর পরপরই দীপ্ত টেলিভিশন কর্তৃপক্ষ জানায় সংবাদ সম্প্রচার সাময়িক বন্ধ রাখা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/জেআর/এমপি