কুষ্টিয়ায় জুয়াড়ি ছেলেকে পুলিশে দিলেন বাবা
২৯ এপ্রিল ২০২৫ ২১:১৩
কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় জুয়ায় আসক্ত বিপ্লব হোসেন (৩৫) নামে এক ছেলের বিরুদ্ধে মামলা করেছেন বাবা। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে তাকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ।
সোমবার (২৮ এপ্রিল) জুয়া খেলা নিয়ে পরিবারে অশান্তি ও বাবা-মাকে হত্যার হুমকি দেওয়ায় নিজ ছেলে বিপ্লব হোসেনের নামে থানায় মামালা করেন বাবা।
গ্রেফতারকৃত বিপ্লব হোসেন ভেড়ামারা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নওদাপাড়া এলাকার নুরুল ইসলাম বাবুর ছেলে।
বাবা নুরুল ইসলাম বলেন, ছেলে বিপ্লব হোসেন জুয়ায় আসক্ত। জুয়া খেলতে টাকা নিতে দীর্ঘদিন ধরে সে আমাকে ও তার মা জুলেখা বেগমকে শারীরিক নির্যাতন ও হত্যার হুমকি দিয়ে আসছে। এর আগে ২০২৪ সালের ২ নভেম্বর সে আমাকে হত্যার উদ্দেশে মারাত্মক জখম করে। আমি বেশ কয়েকদিন হাসপাতালে চিকিৎসা নিয়েছি। কয়েকদিন আগে তার মাকে মেরে হাতের আঙুল ভেঙে দিয়েছে। গতকাল সোমবার (২৮ এপ্রিল) আমাকে হাসুয়া দিয়ে হত্যা করতে আসে। ছেলের প্রতারণা আর জুয়ায় আসক্তির কারণে ভুক্তভোগীরা আমার বাড়িও পুড়িয়ে দিতে গেছে কয়েকবার। তাই উপায় না পেয়ে থানায় তার বিরুদ্ধে মামলা করেছি।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, বাবা নুরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু হয়। সেই মামলায় বিপ্লব হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসআর