Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদীতে গোসলে নেমে মামার মৃত্যু, ভাগনি নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ২১:৩১

প্রতীকী ছবি

বরিশাল: বরিশালের হিজলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে আব্দুল্লাহ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে সাউদা আক্তার (৬) নামের আরেক শিশু। তারা সম্পর্কে মামা-ভাগনি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামে মেঘনার শাখা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত শিশু আব্দুল্লাহ বাউশিয়া গ্রামের মোক্তার বাঘার ছেলে।

হিজলা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আওলাদ হোসেন জানান, দুপুরে নদীর তীরে খেলতে খেলতে মামা-ভাগনি নদীতে গোসল করতে নামে। এসময় তারা পানিতে তলিয়ে যায়। স্বজনরাসহ স্থানীয়রা খোঁজাখুঁজি করে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করতে সক্ষম হলেও সাউদা আক্তারের সন্ধান মেলেনি।

তিনি আরও জানান, হিজলা ফায়ার সার্ভিস প্রাথমিক উদ্ধার প্রচেষ্টা চালালেও পানির গভীরতা এবং স্রোতের কারণে সাউদাকে খুঁজে পাওয়া যায়নি। বরিশাল সদর ফায়ার সার্ভিস স্টেশন থেকে ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে পুনরায় অভিযান শুরু করবে।

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর