Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কাজ শুরু হলে ৩ বছরের মধ্যে সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন’

সারাবাংলা ডেস্ক
২৯ এপ্রিল ২০২৫ ২১:৪৯ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫ ২১:৫৪

প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না। ছবি: সংগৃহীত

ঢাকা: প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না বলেছেন, কাজ শুরু হলে তিন বছরের মধ্যে সিরাজগঞ্জ-বগুড়া রেললাইন নির্মাণ শেষ হবে। তিনি বলেন, উত্তরাঞ্চলের মানুষ প্রতিদিন তিন ঘণ্টা অতিরিক্ত সময় অপচয় করে ঢাকায় আসছেন, বা যাচ্ছেন। তাদের এই ভোগান্তির কথা মাথায় রেখে সরকার সিরাজগঞ্জ থেকে বগুড়া রেললাইন নির্মাণের জন্য কাজ করে যাচ্ছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর ইমানুয়েল’স কনভেনশন সেন্টারে এ অভিষেক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সাইফুল্লাহ পান্না বলেন, ‘১৯৯৮ সালে যখন যমুনা সেতু হলো, তখনই যদি সিরাজগঞ্জে ইকোনোমিক জোন হয়ে যেত, তাহলে উত্তরবঙ্গের মানুষদের আর ঢাকায় এসে চাকরি করতে হতো না। সিরাজগঞ্জেই বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হতো।’

তিনি বলেন, ‘দেশ ও এলাকার উন্নয়নের জন্য সদিচ্ছার প্রয়োজন। যারা নিঃস্বার্থভাবে দেশের উন্নয়নে কাজ করবেন, মানুষ তাদের সারাজীবন মনে রাখবে। সিরাজগঞ্জের মানুষের যথেষ্ঠ যোগ্যতা রয়েছে, শুধু ভার্চুয়ালি কানেক্টিভিটির অভাব।’

সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি কাওসার আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সংগঠনের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির উপদেষ্টা সেলিম খান, শামসুল আলম সেতু, চকোর মালিথা, আয়নুল হক, রাশেদুল ইসলাম ও ইমানুয়েল’স কনভেনশন সেন্টারের চেয়ারম্যান বেনজির আহমেদ শুভ্র।

সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- চ্যানেল আইয়ের আউটপুট এডিটর আব্দুল্লাহ আল সাফি, সারাবাংলার নিউজ এডিটর প্রতীক মাহমুদ, সিসাসের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি হাসনাইন তানভীর ইমন, অর্থ সম্পাদক শেখ সাদী, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দফতর সম্পাদক নাজমুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুল ইসলাম শাকিল, শারমিন নাহার প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

অভিষেক রেললাইন সচিব সাইফুল্লাহ পান্না সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি সিরাজগঞ্জ-বগুড়া সিসাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর