আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষ্যে ‘মুক্ত সুরের ছন্দ’
২৯ এপ্রিল ২০২৫ ২১:৫৮
ঢাকা: আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হলো দুইদিন ব্যাপী অনুষ্ঠান ‘মুক্ত সুরের ছন্দ’। এই অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে জাতীয় নাট্যশালার সম্মুখে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন।
বেলুন উড়িয়ে আন্তর্জাতিক নৃত্য দিবসের উদ্বোধন করেন মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। এরপর আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন বলেন, ‘যারা নৃত্যশিল্পী আজকে তাদের উৎসবের দিন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি যে সেই উৎসবে সহযোগী হয়েছে এর জন্য আমরা ভীষণভাবে আনন্দিত। নৃত্য এমন একটি শিল্প মাধ্যম যেখানে অনেকগুলো সংস্কৃতির অঙ্গণের চর্চা একসঙ্গে হয়। সেখানে অভিনয় আছে, নৃত্য আছে, সঙ্গীত আছে এবং অন্যান্য মাধ্যমগুলোও সেখানে স্পর্শ করে। তাই নৃত্যকলা একটি সমৃদ্ধ সাংস্কৃতিক মাধ্যম। আমাদের বাংলাদেশে আমরা বিভিন্নভাবে আমাদের সংস্কৃতিকে ফুটিয়ে তুলি, আমাদের চর্চা হয়। সেই চর্চার হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য বাংলাদেশের রয়েছে। নৃত্যকলা এরমধ্যে অন্যতম একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য।’
জাতীয় নাট্যশালা মিলনায়তনে মূল আয়োজনে শুরুতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা সমবেত নৃত্য ‘প্রাণ’ পরিবেশন করেন, নৃত্য পরিচালনায় ছিলেন অমিত চৌধুরী এবং সঙ্গীত পরিচালনা করেছেন ফাহাল হোসাইন। তারপরে একে একে সমবেত নৃত্য ‘আদিবাসি নৃত্য’ অ্যালিফিয়া ডান্স এটেলিয়ার, ‘বিদেশি লোক নৃত্য’ পরিবেশনায় ছিল । আরও ছিল ‘বাংলাদেশের ঢোল’, ‘গৌড়ীয় আঙ্গিকে নৃত্য’, ‘ফোক মেলডী’। সমবেত নৃত্য ‘শক্তি’ পরিবেশন করে আটিস্ট্রি, নৃত্য পরিচালনায় ছিলেন আরোহী ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান। এ ছাড়াও বিশিষ্ট নৃত্য পরিচালক ও নৃত্যশিল্পীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল বিভাগের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট নৃত্য পরিচালক ও শিল্পীরা এই শোভাযাত্রায় অংশ নেন।
সারাবাংলা/এফএন/এইচআই