অভিনেতা সিদ্দিকুরকে বহনকারী গাড়িতে ডিম নিক্ষেপ, গুলশান থানায় হস্তান্তর
২৯ এপ্রিল ২০২৫ ২২:১৫
ঢাকা: ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে অ্যাম্বুলেন্সে নিয়ে রমনা থানা থেকে বের হলে সেই গাড়িতে ডিম নিক্ষেপ করেছেন জনতা। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৮টার দিকে থানা থেকে বের করা হলে এ ঘটনা ঘটে। তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, ডিম নিক্ষেপ করার পর গাড়িটি দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। সে সময় সড়কের সিগন্যালে আটকালে সেখানে অ্যাম্বুলেন্সটি ঘিরে ফেলেন জনতা। তারপর তারা সিদ্দিককে বহনকারী অ্যাম্বুলেন্সটি ভাঙচুরের চেষ্টা করেন। এ সময় অন্যরা এসে তাদের বাধা দিয়ে সরিয়ে দেন।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেছেন, সিদ্দিকের বিরুদ্ধে দুটি মামলা পেয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলশান থানায় তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে। এরমধ্যে একটি হত্যা মামলা এবং আরেকটি হত্যা চেষ্টা মামলা। গুলশান থানা পুলিশ কুইক রেসপন্স টিমের একটি গাড়ি নিয়ে এসে তাকে নিয়ে গেছে।
এদিনে বিকেলে অভিনেতা সিদ্দিককে মারধর করে রমনা থানায় সোপর্দ করে জনতা। এ সময় সিদ্দিকের গায়ের পরনের কাপড় ছিঁড়ে ফেলা হয়। সিদ্দিককে মারধর করে থানায় নিয়ে যাওয়ার একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
২০২৩ সালে ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া আসনে উপ-নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। ওই বছর ৫ জুন এ অভিনেতা আওয়ালী লীগ দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় ফরম সংগ্রহ করেন। পরদিনই মনোনয়নপত্র জমা দেন। এছাড়া টাঙ্গাইল-১ ও বরিশাল-৩ আসন থেকেও আওয়ালী লীগের মনোনয়ন কিনেছিলেন সিদ্দিকুর রহমান।
সারাবাংলা/এমএইচ/এইচআই