Tuesday 12 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না নিজাম, খোঁজ নিচ্ছেন তারেক রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ২২:২১ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১০:০২

ঢাকা: ২০১৪ সালে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষীকিতে রান্না করা খাবার মাটিতে ফেলে নষ্ট করে দিয়েছিল স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সেদিনের সেই ঘটনায় দারুণভাবে মানসিক আঘাত পেয়েছিলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের বিএনপিকর্মী নিজাম উদ্দীন। প্রতিজ্ঞা করেছিলেন, বিএনপি ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবেন না তিনি। সেই প্রতিজ্ঞা রক্ষায় টানা ১১ বছর ভাত খান না নিজাম উদ্দীন।

দীর্ঘদিন না খেয়ে থাকা এবং অতিরিক্ত ধূমপান করায় শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন নিজাম উদ্দীন। চিকিৎসকদের ধারণা- নিজাম উদ্দীন ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। এরইমধ্যে কিছু টেস্ট করানো হয়েছে তার। মেডিকেল রিপোর্ট দেখে বোঝা যাবে, তার শারিরীক অবস্থা এখন কেমন। বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন নিজাম উদ্দীন।

বিজ্ঞাপন

অসুস্থতার এমন খবর শুনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজাম উদ্দীনের খোঁজ-খবর নেওয়ার নির্দেশ দিয়েছেন। তার এই নির্দেশে নিজাম উদ্দীনের শারিরীক অবস্থার খোঁজ-খবর নিতে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে বুধবার (৩০ এপ্রিল) দুপুরে একটি প্রতিনিধি দল ফরিদপুরে যাচ্ছে।

সারাবাংলা/এজেড/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর