Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবিতে ডোমারে ছাত্রদলের বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ২২:৩৭

ডোমারে ছাত্রদলের বিক্ষোভ

নীলফামারী: নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ডোমার উপজেলা, পৌরসভা ও সরকারি কলেজ শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ডোমার বাজারের বনোয়ারির মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

বিজ্ঞাপন

সমাবেশের সভাপতিত্ব করেন ডোমার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন পৌরসভা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাকিব আল আকাশ।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সামিউল আরেফিন হৃদয়, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক রহিমুজ্জামান রুপক।

উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের সদস্য সচিব রাসেল ইসলাম শাওন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব স্মরণ ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মতিন ইসলাম ও মিলন ইসলাম প্রমুখ।

বক্তারা অবিলম্বে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে দায়ের করা দুটি মামলায় মঙ্গলবার (২৯ এপ্রিল) হাইকোর্টে আত্মসমর্পণ করেন। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সারাবাংলা/এসআর

ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবি ছাত্রদলের বিক্ষোভ নীলফামারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর