Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গণঅভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও নিরাপত্তার দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ২২:৫২

কুষ্টিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে জুলাই আহতরা

কুষ্টিয়া: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের প্রতিবাদ ও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি এবং নিরাপত্তার দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে জুলাই আহতরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় শহরের পাঁচরাস্তা মোড়ে এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

বক্তারা বলেন, পদে পদে আমরা অবহেলিত হচ্ছি। এটার জন্যই কি আমরা আন্দোলন করেছিলাম? কয়েক লাখ পুলিশ বাহিনী স্বৈরাচারের দোসররা এখনো বহাল তবিয়তে, এগুলো এখনো সংস্কার করা হয়নি। পাবনা জেলা পুলিশের এক সদস্যকে বলতে শুনেছি জুলাইয়ে যারা আন্দোলন করেছে তাদের এমআইএস কপি দেখে ধরে ধরে ফাঁসি দেওয়া হবে। ওই পুলিশ সদস্য স্বৈরাচারের দোসর তাকে আইনের আওতায় আনা হোক।

তারা আরও বলেন, জুলাই যোদ্ধাদের ওপর হামলা করা হচ্ছে। তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? অন্তর্বর্তী সরকারকে বলতে চাই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান, জুলাই-আগস্টে আহত শরিফুল ইসলাম, মাহামুদ হাসান বাপ্পি, আব্দুর সামাদ প্রমুখসহ আহত ছাত্র-জনতা।

সারাবাংলা/এইচআই

কুষ্টিয়ায় বিক্ষোভ গণঅভ্যুত্থান বিক্ষোভ মানববন্ধন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর