Thursday 18 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তেঁতুলিয়ায় অসুস্থ অবস্থায় বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ এপ্রিল ২০২৫ ২২:৫৭

উদ্ধার হওয়া শকুন

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় অসুস্থ অবস্থায় এক বিলুপ্ত প্রজাতির শকুন উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, অসুস্থ শকুনটি দেখে বনবিভাগকে খবর দেওয়া হয়। উপজেলা বন বিভাগ খবর পেয়ে উদ্ধার করে তেঁতুলিয়া ইকোপার্কে নিয়ে যায়।

তেঁতুলিয়া উপজেলা বিট কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন,  বিলুপ্ত প্রায় প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। শকুনটির পা ও মাথায় আহত কারণে কিছুটা দুর্বল। তাৎক্ষণিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আফরোজ শাহিন খসরু জানান, ঘটনাস্থলে গিয়ে বনবিভাগের মাধ্যমে শকুনটি উদ্ধারের পর সুস্থ করার চেষ্টা চলছে। সুস্থ হলে বন্যপ্রাণী দফতরের সঙ্গে আলোচনা করে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর