সিসিক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৯ এপ্রিল ২০২৫ ২৩:১০
সিলেট: সিলেট নগরীর কাজিটুলা এলাকা থেকে সিসিক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ৯টার দিকে কাজিটুলার লোহারপাড়ার ১৮ নম্বর বাসা মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সিসিক কর্মচারীর নাম ফাহিম আহমদ (২৪)।
জানা গেছে, সিলেট নগরীর কাজিটুলার লোহারপাড়ার ১৮ নম্বর বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন ফাহিম আহমদ (২৪)। তিনি সিলেট সিটি করপোরেশনে পানি শাখায় কর্মচারী হিসেবে কাজ করতেন। রাত সাড়ে ৮টার দিকে প্রতিবেশীরা ফাহিমের রুমের ভেতর থেকে দরজা বন্ধ দেখেন। এ সময় তারা ডাকাডাকি করলে ভেতর থেকে কোনো জবাব না আসায় স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পরে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের দরজা ভেঙে ফাহিমকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
সিলেট কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক সারাবাংলাকে বলেন, দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় সিসিক কর্মচারী ফামিহের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এইচআই