‘প্রেমজনিত কারণে’ জবি শিক্ষার্থীর আত্মহত্যা
২৯ এপ্রিল ২০২৫ ২৩:৩৪
ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২২-২০২৩ সেশনের শিক্ষার্থী প্রত্যাশা মজুমদার আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে সোহরাওয়ার্দী কলেজের পেছনে নন্দলাল দত্ত লেনের এক মেসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। মিটফোর্ড মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিব বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, পুরান ঢাকার সোহরাওয়ার্দী কলেজের পিছনে নন্দলাল দত্ত লেনের এক মেসে প্রেমজনিত কারণে তিনি আত্মহত্যা করেন। আত্মহত্যার সংবাদ পেয়ে প্রেমিক মেডিকেল নিয়ে আসেন। আত্মহত্যা বিষয়ে ডা. রাজিব বলেন, ‘ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে এখানে এখানে পাঠানো হয়েছে। আমরা এখানে মৃত অবস্থায় পেয়েছি। আমরা প্রাথমিকভাবে গলায় দড়ির মত একটা দাগ পেয়েছি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘আমাদের একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তাকে মর্গে রাখা হয়েছে। বাকি সিদ্ধান্ত পরিবার এলে নেওয়া হবে। এ ঘটনায় একজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’
সারাবাংলা/পিটিএম