ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দিতে ইসির বৈঠক
৩০ এপ্রিল ২০২৫ ০৮:১২
ঢাকা: ভোটার তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দিতে বুধবার (৩০ এপ্রিল) বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে কক্সবাজার জেলার সকল ইউনিয়ন পরিষদের ভোটার তালিকা যাচাই করার কার্যক্রম গ্রহণ করবে সংস্থাটি।
সোমবার (২৮ এপ্রিল) ইসির উপসচিব (সংস্থাপন) শাহ আলমের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, বর্তমান ইসির চতুর্থ ‘কমিশন সভা’ আগামী ৩০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
এতে আরও বলা হয়েছে, কক্সবাজার জেলার সকল ইউনিয়ন পরিষদের ভোটার তালিকা যাচাই করে উক্ত তালিকাসমূহে কোনো রোহিঙ্গা শরণার্থী অন্তর্ভুক্ত থাকলে তা ভোটার তালিকা হতে বাদ দেওয়ার বিষয়ে কর্মপন্থা নির্ধারণ করা হবে।
জানা গেছে, রোহিঙ্গারা সমতলে ছড়িয়ে পড়ায় ২০১৯ সালে নির্বাচন কমিশন চট্টগ্রাম অঞ্চলের চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার সব উপজেলাকে বিশেষ এলাকা ঘোষণা করে ইসি। ৩২টি উপজেলা/থানার ভোটারযোগ্য ব্যক্তিদের নিবন্ধনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ‘বিশেষ কমিটি’ গঠন করা হয়। ওই কমিটির যাচাই-বাছাই এবং সুপারিশ প্রাপ্তির পর সংশ্লিষ্ট এলাকার ভোটার নিবন্ধন সম্পন্ন হয়।
সারাবাংলা/এনএল/এনজে