ক্লাসিকো কাণ্ডে ৬ ম্যাচ নিষিদ্ধ রুডিগার
৩০ এপ্রিল ২০২৫ ০৯:১০
কোপা ডেল রের ফাইনালের সেই বিতর্কিত কাণ্ডের পর বড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে ছিলেন তিনি। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার আন্তোনিও রুডিগারকে ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞায় এবারের মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না তার।
বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো ফাইনালের অন্তিম মুহূর্তে মেজাজ হারিয়ে রেফারির উদ্দেশে বরফের ব্যাগ ছুঁড়ে মারেন রুডিগার। ডাগআউটে থাকা রুডিগারকে তখন লাল কার্ড দেখান রেফারি। শুধু লাল কার্ড দেখেই যে ক্ষমা পাচ্ছেন না রুডিগার, সেটা অনুমান করা গিয়েছিল তখনই। পরে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন রুডিগার।
তবে ক্ষমা চেয়েও লাভ হয়নি। রুডিগারকে আগামী ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ফলে এই মৌসুমের বাকি সময়ে রিয়ালের হয়ে আর মাঠে নামা হবে না তার। যদিও নিষেধাজ্ঞার আগেই হাঁটুর অস্ত্রোপচার করায় এমনিতেও মাঠে নামতে পারতেন না তিনি। পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে বেশ কয়েক মাস সময় লাগবে রুডিগারের।
রুডিগারের সঙ্গে লাল কার্ড দেখেছিলেন জুড বেলিংহাম ও লুকাস ভাসকেজ। ভাসকেজকেও দুই ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
রুডিগার ও ভাসকেজ নিষিদ্ধ হলেও বেঁচে গেছেন আরেক লাল কার্ড পাওয়া ফুটবলার বেলিংহাম। রেফারির বিরুদ্ধে অসদাচরণের উপযুক্ত প্রমাণ না পাওয়ায় প্রত্যাহার করা হয়েছে বেলিংহামের লাল কার্ড। পরের ম্যাচে তার খেলায় আর বাধা রইল না।
সারাবাংলা/এফএম