‘আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা করতে পারে ভারত’
৩০ এপ্রিল ২০২৫ ০৮:৫৯
পাকিস্তান সরকারের বিশ্বস্ত গোয়েন্দা তথ্য অনুযায়ী ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের ওপর সামরিক হামলা চালাতে পারে। বুধবার (৩০ এপ্রিল) সকালে এ অভিযোগ করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। সংবাদসংস্থা রয়টার্সের বরাতে এ তথ্য জানা গেছে।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি দেশটির সশস্ত্র বাহিনীকে কাশ্মীরের পেহেলগামে সংঘটিত একটি হামলার জবাবে সম্পূর্ণ পরিচালনাগত স্বাধীনতা দিয়েছেন। যার মাধ্যমে বাহিনী যেকোনো স্থানে হামলা সংঘটিত করতে পারবে।
তথ্যমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ বলেন, ‘পাকিস্তান এমন গোয়েন্দা তথ্য পেয়েছে যা বলছে, ভারত পেহেলগামের ঘটনার ভিত্তিহীন ও সাজানো অভিযোগকে অজুহাত বানিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে চায়।’
তিনি আরও বলেন, ইসলামাবাদ নিরপেক্ষ তদন্তে প্রস্তুত এবং যেকোনো ধরনের ‘সামরিক দুঃসাহসিকতা’র জবাব দৃঢ়ভাবে দেওয়া হবে।
এর আগে মঙ্গলবার (২৯ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী মোদি নয়াদিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সরকারি সূত্র জানিয়েছে, বৈঠকে মোদি সেনাবাহিনীকে পর্যাপ্ত স্বাধীনতা দিয়েছেন যাতে তারা উপযুক্ত সময় ও লক্ষ্য নির্ধারণ করে জবাব দিতে পারে।
পেহেলগাম হামলার জন্য পাকিস্তানকে দায়ী করছে ভারত। তবে ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে বলছে, তারা শুধুমাত্র কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে কূটনৈতিক ও নৈতিক সমর্থন দেয়।
এদিকে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে টানা কয়েকদিন ধরে গুলিবিনিময় চলছে। তীব্র উত্তেজনার মধ্যে সীমান্ত এলাকার সাধারণ মানুষ বাঙ্কার মেরামত ও প্রস্তুত করতে শুরু করেছে। অনেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
অন্যদিকে, যুক্তরাজ্যের আইনপ্রণেতারা উদ্বেগ প্রকাশ করেছেন যে, এই উত্তেজনা তাদের দেশে বসবাসরত ভারতীয় ও পাকিস্তানি অভিবাসীদের মধ্যেও প্রভাব ফেলতে পারে। ব্রিটিশ সরকার উভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
সারাবাংলা/এনজে