লক্ষ্মীপুরের যুবলীগ নেতা নোয়াখালীতে গ্রেফতার
৩০ এপ্রিল ২০২৫ ১০:৩১ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১১:৫২
নোয়াখালী: নোয়াখালী পৌরসভার মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আটক মিরাজ হোসেন শান্ত লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার মো. শাহজাহানের ছেলে। তিনি কমল নগর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক। নোয়াখালী বিএডিসি’তে চাকরি করেন তিনি।
নোয়াখালী সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানায়, তার বিরুদ্ধে গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছিল। মিরাজ হোসেন শান্ত ওই মামলার এজাহারনামীয় আসামি। সরকারি আবাসিক এলাকা থেকে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। লক্ষ্মীপুর থানায় মামলাগুলো হওয়ায় তাকে লক্ষ্মীপুর থানা স্থানান্তর করা হবে। এ বিষয়ে স্থানীয় থানায় যোগাযোগ করা হয়েছে।
উল্লেখ্য, তার বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় ২টি ও চন্দ্রগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। সে লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি সালাউদ্দিনের অনুসারী ছিলেন।
সারাবাংলা/এনজে