সুইডেনে বন্দুকধারীর গুলিতে নিহত ৩
৩০ এপ্রিল ২০২৫ ১০:৪৯ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১২:৫৫
সুইডেনের উপসালা শহরের কেন্দ্রস্থলে বন্দুকধারীদের গুলি চালানোর ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে জরুরি সেবা পৌঁছেছে এবং ঘটনার তদন্তে হত্যা মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, স্টকহোমের প্রায় ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত উপসালার ভ্যাকসালা স্কয়ার এলাকায় গুলির শব্দ শুনে সাধারণ মানুষ ফোন করে পুলিশের কাছে অভিযোগ জানান। ঘটনাটি ঘটেছে একটি হেয়ার সেলুনে।
পুলিশ এখনও গুলির পেছনে কী উদ্দেশ্য ছিল তা নিশ্চিত করেনি এবং সন্দেহভাজন হামলাকারী সম্পর্কেও কোনো বিস্তারিত তথ্য দেয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৫ থেকে ৮টি গুলির শব্দ শোনা যায় এবং ঘটনাস্থলটি ছিল উৎসবের কারণে জনাকীর্ণ।
উল্লেখ্য, গত এক দশক ধরে সুইডেনে গ্যাং-সংক্রান্ত সহিংসতা ও বন্দুক হামলার ঘটনা বেড়েই চলেছে। ২০২২ সালে ডানপন্থী সংখ্যালঘু সরকার ক্ষমতায় আসে গ্যাং-সংক্রান্ত অপরাধ নির্মূলের অঙ্গীকার নিয়ে।
সারাবাংলা/এনজে