Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক রাতে ৪ দুঃসংবাদ, টালমাটাল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক
৩০ এপ্রিল ২০২৫ ১১:৫৬

ইনজুরি ও নিষেধাজ্ঞায় বিপর্যস্ত রিয়াল

কোপা ডেল রের ফাইনালে হারের পর এমনিতেই বিমর্ষ রিয়াল মাদ্রিদ। এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে হারের পর এবার এক রাতেই ৪ দুঃসংবাদ পেল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে রিয়াল স্কোয়াড থেকে ছিটকে গেছেন রুডিগার, আলাবা, ভাসকেজ ও মেন্দি।

বার্সার বিপক্ষে ফাইনালের রাতে রেফারির দিকে বরফের ব্যাগ ছুঁড়ে লাল কার্ড দেখেছিলেন রুডিগার। তার সঙ্গে রেফারির দিকে তেড়েফুঁড়ে গিয়ে লাল কার্ড দেখেছিলেন ডাগআউটে থাকা লুকাস ভাসকেজ। এই ঘটনায় রুডিগারকে ৬ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন।

বিজ্ঞাপন

এই নিষেধাজ্ঞার আগেই অবশ্য হাঁটুর অস্ত্রোপচার করেছেন রুডিগার। কমপক্ষে ২ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। আগামী জুনে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়াও অনিশ্চিত হয়ে পড়েছে তার।

এদিকে ক্লাসিকো কাণ্ডে ২ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন লুকাস ভাসকেজ। ওই ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন ডিফেন্ডার ফারলা মেন্দি। ম্যাচের ১১ মিনিটে মাঠ ছাড়েন তিনি। জানা গেছে, ডান পায়ের মাংসপেশি ছিঁড়ে গেছে তার। এই ইনজুরিতে ১০ থেকে ১২ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে। ক্লাব বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

মেন্দির পাশাপাশি ইনজুরিতে পড়েছেন আরেক ডিফেন্ডার আলাবাও। বাম হাঁটুর চোটে অস্ত্রোপচার করাতে হবে তার। এতে ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তিনি। লা লিগার বাকি ম্যাচগুলোতে না থাকলেও ক্লাব বিশ্বকাপের আগেই সুস্থ হয়ে উঠতে পারেন আলাবা।

এই মুহূর্তে লা লিগায় বার্সার চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল। লিগে তাদের ৫টি ম্যাচ বাকি। আগামী ২৬ মে নিজেদের শেষ ম্যাচ খেলবে রিয়াল। চোটে জর্জরিত রিয়াল গুরুত্বপূর্ণ চার ফুটবলার ছাড়া কীভাবে একাদশ সাজায়, সেটাই এখন বড় প্রশ্ন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

ইনজুরি রিয়াল মাদ্রিদ লা লিগা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর