Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে দোকানের সামনে পড়েছিল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ১১:২২ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১১:৪৪

রাজবাড়ী: রাজবাড়ীতে রুবেল সরদার (৪০) নামে এক দোকান ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরিবারের দাবি, রুবেলকে হত্যা করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকালে জেলা শহরের পাবলিক হেলথ্ মোড়ে জামান স্টোর নামে এক দোকানের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রুবেল সরদার শহরের দক্ষিণ ভবানীপুর কাহারপাড়া এলাকার মৃত আলম সরদারের ছেলে।

নিহত রুবেলের ছোট ভাই জুয়েল সরদার বলেন, আমার ভাই পাবলিক হেলথ্ মোড়ে পান সিগারেটের দোকান করতেন। গত রোজার আগে তিনি তার দোকানটি বিক্রি করে দেন। এরপর থেকে তিনি বেকার ছিলেন। দাম্পত্য কলহের কারণে তার স্ত্রী বন্যা ও তিন বছর বয়সী মেয়ে হুমায়রাকে নিয়ে চার মাস ধরে শহরের আটাশ কলোনী এলাকায় বাবার বাড়িতে থাকতেন। আমার ভাই তার ঘরে একাই থাকতেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত ১১টায় আমি তার ঘরে দেখেছি। কিন্তু কখন ঘর থেকে বেরিয়েছে তা জানি না। বুধবার সকালে খবর পাই পাবলিক হেলথ্ মোড়ে দোকানের সামনে আমার ভাইয়ের মরদেহ পড়ে আছে। তবে আমার ভাইয়ের শরীরে ধুলোবালি লেগে আছে। এটি কোনো স্বাভাবিক মৃত্যু না।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, পাবলিক হেলথ্ মোড় এলাকায় রুবেল সরদার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ যান যাবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালে ১৮ ডিসেম্বর দিবাগত রাতে সদর উপজেলার খানখানাপুর রেল ক্রসিং এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় রুবেল সরদার ও তার সহযোগী নাঈম ইসলামকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি সুইস গিয়ার ছোরা উদ্ধার করা হয়েছিল। ডাকাতির প্রস্তুতির ওই মামলায় জামিনে ছিলেন রুবেল সরদার।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইআ

যুবকের মরদেহ রাজবাড়ী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর