Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণফুলী নদী থেকে ক্ষুদে ক্রিকেটারের লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ১২:২৬ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৫:০৬

মৃত ক্ষুদে ক্রিকেটার রাহাত খান।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে ভেসে আসা এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। সপ্তম শ্রেণির ছাত্র ওই কিশোর একজন ক্ষুদে ক্রিকেটার বলে জানা গেছে।

বুধবার (৩০ এপ্রিল) নগরীর চান্দগাঁও থানার হামিদচর এলাকায় নদীতে ভেসে আসা লাশটি উদ্ধার করে পুলিশ।

মৃত রাহাত খান (১২) নগরীর চান্দগাঁও সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। এছাড়া রাহাত চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলের সদস্য ছিল বলে জানা গেছে।

পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে স্কুলে গিয়েছিল রাহাত। ছুটির পর বন্ধুদের সঙ্গে বেরিয়ে আর বাসায় ফেরেনি।

সকালে হামিদচর এলাকায় লাশ দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার স্টেশনে জানায়। ফায়ার কর্মীরা গিয়ে নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করে।

বিজ্ঞাপন

চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ সারাবাংলাকে বলেন, ‘মৃত ছেলেটির শরীরে আমরা অস্বাভাবিক কিছু দেখিনি। কীভাবে মৃত্যু হলো সেটা ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যাবে। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছি। তাদের কোনো অভিযোগ থাকলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/আরডি/ইআ