Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ আবাসন প্রকল্পের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ১২:২৯ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১২:৩৫

বিশেষ আবাসন প্রকল্পের উদ্বোধনীর অংশ হিসেবে একজনের হাতে চাবি তুলে দেওয়া হচ্ছে।

কুমিল্লা: অন্তবর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক বিশেষ আবাসন প্রকল্পের আওতায় নির্মিত ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার ৩০০ টি পরিবারের জন্য বিশেষ আবাসন প্রকল্পে নির্মিত ঘর উদ্বোধন করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান উপদেষ্টা এ প্রকল্পের ঘর উদ্বোধন করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসের ভয়াবহ বন্যায় বাংলাদেশের পূর্বাঞ্চলের ১১টি জেলা প্লাবিত হয়। স্মরণকালের ভয়াবহতম এ বন্যায় কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলার প্রায় আট লাখ ৮৭ হাজার ৬২৯টি পরিবার পানিবন্দী হয়ে পড়ে; তিন লাখ ১৭ হাজার ৩৫৯টি ঘর-বাড়ি ও অন্যান্য স্থাপনা বিধ্বস্ত হয়।

দুর্গত মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস-এর ব্যক্তিগত উদ্যোগে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার ৩০০টি পরিবারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে বিশেষ আবাসন প্রকল্প বাস্তবায়নের কাজ হাতে নেওয়া হয়। এই প্রকল্পের আওতায় ফেনী জেলায় ১১০টি, নোয়াখালীতে ৯০টি, কুমিল্লায় ৭০টি এবং চট্টগ্রামে ৩০টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে।

২০২৪ সালের নভেম্বর মাসে গৃহীত এই প্রকল্প অতি দ্রুততার সঙ্গে বাস্তবায়নের লক্ষ্যে ২৪ ও ৩৩ পদাতিক ডিভিশনের প্রায় ৪৫০ জন জনবল নিরলস পরিশ্রমের মাধ্যমে মাত্র দুই মাসের মধ্যে পূর্ণ গুণগতমান বজায় রেখে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করেছে।

এই প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় প্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রকল্পের স্থান নির্বাচন ও সুবিধাভোগী নির্ধারণে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ সেনাবাহিনী সৃষ্টিলগ্ন থেকেই দেশ ও জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও জনগণের পাশে থেকে যেকোনো দুর্যোগ মোকাবিলায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

সারাবাংলা/এসডব্লিউ

কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্থ বাংলাদেশ সেনাবাহিনী বিশেষ আবাসন প্রকল্পের উদ্বোধন