যে কারণে ক্লাব বিশ্বকাপে নেই রোনালদোর দল
৩০ এপ্রিল ২০২৫ ১২:৫৩
বহু বছরের প্রথা ভেঙে এবার বড় পরিসরে ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে ফিফা। বিশ্বের নামীদামী সব ক্লাব ও ফুটবলাররা এই টুর্নামেন্টে অংশ নিলেও এবারের আসরে খেলা হচ্ছে না চারবার এই শিরোপাজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর।
সাধারণত ৬ থেকে ৮ ক্লাব নিয়ে আয়োজন করা হতো ক্লাব বিশ্বকাপ। এবারই প্রথম ৩২ দল নিয়ে ফিফা বিশ্বকাপের ফরম্যাটে আয়োজিত হতে যাচ্ছে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে খেলার জন্য বেশ কিছু মানদণ্ড নির্ধারণ করে দিয়েছিল ফিফা।
সাম্প্রতিক সময়ে ঘরোয়া লিগ কিংবা মহাদেশীয় টুর্নামেন্ট জেতা দলগুলো সরাসরি অংশ নিচ্ছে এবারের ক্লাব বিশ্বকাপে। এছাড়াও বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাকি দলগুলো।
রোনালদোর ক্লাব আল নাসর গত ৫ বছরে সৌদি প্রো লিগ জিততে পারেনি। এএফসি চ্যাম্পিয়নস লিগেও কখনো শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তাদের। ক্লাব র্যাংকিংয়ের শীর্ষেও নেই তারা। সবকিছু মিলিয়েই এবারের ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি আল নাসর।
ফিফার এমন মানদণ্ড পূরণ করতে পারেনি লিওনেল মেসির ইন্টার মায়ামিও। তবে স্বাগতিক ক্লাব হওয়ার সুবাদেই এবারের ক্লাব বিশ্বকাপে খেলবে মেসির দল।
নিজের ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদের হয়ে ৩ বার ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে একবার ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন রোনালদো।
আগামী ১৪ জুন মায়ামিতে পর্দা উঠবে ফিফা ক্লাব বিশ্বকাপের। ১১ শহরের ১২ ভেন্যুতে হবে মোট ৬৩টি ম্যাচ। ১৩ জুলাই মেটলাইফ স্টেডিয়ামে হবে এবারের আসরের ফাইনাল।
সারাবাংলা/এফএম
আল-নাসর ইন্টার মায়ামি ক্রিশ্চিয়ানো রোনালদো ক্লাব বিশ্বকাপ লিওনেল মেসি