ফকিরাপুলে গাড়িচাপায় রিকশাচালক নিহত
৩০ এপ্রিল ২০২৫ ১২:৪৪ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৫:০৭
ঢাকা: রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।
বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. কামাল উদ্দিন জানান, সকালে ফকিরাপুল মোড়ে রিকশা ঘুরাচ্ছিলেন রিকশাচালক মতিন। এ সময় একটি প্রাইভেটকার তার রিকশায় ধাক্কা দেয়। তিনি ছিটকে রাস্তায় পড়লে তার শরীরের উপর দিয়েই প্রাইভেটকারটি চলে যায়। তবে এ সময় রিকশায় কোনো যাত্রী ছিল না। দেখতে পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
মতিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।
রিকশা গ্যারেজের ম্যানেজার মো. শাহিন জানান, মতিনের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার মাস্টার এলাকায়। বর্তমানে মুগদার মান্ডা বড়বাড়ি এলাকায় রিকশা গ্যারেজে থাকতো। সকালে রিকশা নিয়ে বের হন মতিন। পরে ফকিরাপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান।
পথচারীরা জানান, প্রাইভেটকার ধাক্কায় প্রথমে আহত হয়েছিলেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ