।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে সাত হাজার পিস ইয়াবাসহ আটক শ্যামলী পরিবহনের একটি বাসের চালক (ড্রাইভার) ও সহকারী চালককে (হেলপার) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৬ জুন) দুপুরে ঢাকা মহানগর হাকিম জিয়ারুল ইসলাম রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ীর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলী মোল্লা ৭ দিনের আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তাদের সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আসামিরা হলেন, ড্রাইভার আব্দুল হালিম (৪২) ও হেলপার রনি মিয়া (১৯) আসামিপক্ষে কোনো আইনজীবী ছিল না।
র্যাব-৩ এর কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল এমরানুল হাসান সারাবাংলাকে বলেন, হালিমের বাড়ি মাগুরা জেলার শালিকা উপজেলায় আর রনির বাড়ি ঢাকার সাভার এলাকায়। তারা দু’জনই ইয়াবা পাচারে জাড়িত। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হালিম জানিয়েছে, শ্যামলী পরিবহনে কক্সবাজার থেকে আসার সময় তারা ইয়াবা নিয়ে আসতো। তাদের কাজ ছিল ইয়াবা ঢাকায় এনে সহযোগিদের কাছে পৌঁছে দেওয়া।
সারাবাংলা/এআই/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook