Tuesday 12 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরফান খান: হারিয়ে যাওয়া এক নক্ষত্র

আশীষ সেনগুপ্ত
২৯ এপ্রিল ২০২৫ ১৩:২১ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৩:৩০

হিরোসুলভ লুক ছিল না কিন্তু অভিনেতা ও অভিনয় কী জিনিস তা তিনি বুঝিয়ে দিয়েছেন তার সাড়ে তিন দশক লম্বা কেরিয়ারে। তার অভিনয় মানেই কঠিন চরিত্রও সাবলীলভাবে পর্দায় ফুটে উঠা, তিনি কখনও ‘মকবুল’ আবার কখনও ‘পান সিং তোমার’। কোনও বাঁধা ধরা গণ্ডিতে আটকে রাখা যায়নি তাকে। বলিউড পেরিয়ে সূদূর হলিউডেও নিজের প্রতিভার ছাপ রেখে গিয়েছেন যিনি … তিনি ইরফান খান …

সারাবাংলা/এএসজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর