কুয়াকাটায় বাড়িতে ডাকাতি, আহত ৩
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ১৩:৪৭
৩০ এপ্রিল ২০২৫ ১৩:৪৭
পটুয়াখালী: মৎস্য বন্দর মহিপুরে গভীর রাতে একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পিটিয়ে ওই পরিবারের তিন জনকে জখম করে ডাকাত দল। এছাড়া ডাকাত দল ওই বাড়ি থেকে ২০ ভরি স্বর্ণ ও দুই লাখ দুই হাজার টাকাও লুট করে নেয়।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে ওই ইউনিয়নের লতিফপুর গ্রামের লুনা আকনের বাড়িতে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ লুনা আকন জানান, ১০ থেকে ১৫ জনের মুখোশ পড়া একদল ডাকাত ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে। পরে তাদের হাত,পা ও মুখ বেঁধে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সারাবাংলা/এসডব্লিউ