Monday 29 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ১৪:২৫

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বজ্রপাতে জহুরুল মৃধা (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুরে এ ঘটনা ঘটে।

মৃত জহুরুল মৃধা ওই এলাকার চেয়ন মৃধার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, জহুরুল মৃধাসহ পাঁচ জন পদ্মা নদীর চরে কৃষি কাজ করছিলেন। বৃষ্টি শুরু হলে তারা বাড়ির দিকে রওনা দেয়। এ সময় পদ্মা নদীর চরে জহুরুলের উপর বজ্রপাত হয় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় বাকি চর জন সুস্থ আছেন।

কুমারখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম সারাবাংলাকে বলেন, আজ বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে। জেলা প্রসাসক বা সরকারিভাবে যতটুকু সাহায্য করা সম্ভব সেটা আমরা করব।

বিজ্ঞাপন

কয়া ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান আলহাজ্ব আলী হোসেন সারাবাংলাকে জানান, পদ্মার চরে কয়েকজন কৃষক কৃষি কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বাকিরা সুস্থ আছেন।

সারাবাংলা/ইআ
বিজ্ঞাপন

আরো