Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির ১০ম দিনের বিক্ষোভ কর্মসূচি আজ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৫ ১৪:৩৩ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫ ১৫:৩৯

ঢাকা: আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে ১০ম দিনে বিক্ষোভ ও মশাল মিছিল করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টায় লালবাগ ইবনে সিনা বালুর মাঠ এলাকায় এই বিক্ষোভ মিছিল করবে লালবাগ এনসিপি জোন।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সোমবার (২১ এপ্রিল) বিকেলে ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে বিক্ষোভ করে এনসিপি। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলেও জানায় তারা।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২২ এপ্রিল) দ্বিতীয় দিনে বিকেল ৫টায় আওয়ামী লীগ নিষিদ্ধ, গণহত্যার বিচার ও সংস্কারের দাবিতে রাজধানীর খামারবাড়ি মোড়ে বিক্ষোভ মিছিল করে এনসিপি।

এরপর বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় বৃহত্তর উত্তরা জোন বিক্ষোভ ও মিছিল করেছে উত্তরাবিএনএস সেন্টারে এবং সন্ধ্যা ৭টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে এনসিপি শাহাবাগ জোন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় গাজীপুরের মাওনা চৌরাস্তা (ফ্লাইওভারের নিচে) বিক্ষোভ করে দলটি।

পঞ্চম দিন (২৫ এপ্রিল) বিকেল ৪.৩০টায় রামপুরা ব্রিজ প্রাঙ্গনে বিক্ষোভ মিছিল করে দলটি।

ষষ্ঠ দিন (২৬ এপ্রিল) বিকেল ৪.৩০টায় মিরপুর গোল চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে দলটি।

সপ্তম দিন (২৭ এপ্রিল) সন্ধ্যা ৭টায় দোলাইরপার গোল চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করেছে দলটি।

অষ্টম দিন (২৮ এপ্রিল) ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি।

নবম দিন (২৯ এপ্রিল) নয়াবাজার সিরাজউদ্দৌলা পার্কে বিক্ষোভ মিছিল করে কোতোয়ালী, সূত্রাপুর, ওয়ারী, বংশাল, গেন্ডারিয়া থানা এনসিপি।

বিজ্ঞাপন

আজ দশম দিনও তাদের কর্মসূচি অব্যাহত রয়েছে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

১০ম দিনের বিক্ষোভ কর্মসূচি আ.লীগ নিষিদ্ধের দাবি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

বিজ্ঞাপন

বজ্রপাতের আতঙ্কে জনজীবন
৩০ এপ্রিল ২০২৫ ১৭:২৬

আরো

সম্পর্কিত খবর